chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তামিম সেরা ওপেনার, এ ব্যাপারে কোন সন্দেহ নেই: পাপন

খেলা ডেস্ক: তামিম ইকবালকে ছাড়াই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি রিয়াদ বাহিনীর। রোববার নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে গেছে বাংলাদেশ।

ম্যাচের পরদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরিই বলে দিয়েছেন, যারাই খেলুক না কেন, ওপেনার হিসেবে তামিমই সেরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় উপস্থিত হতে দুবাই গিয়েছিলেন পাপন। সেখান থেকে বাংলাদেশ দলের খেলা দেখতে গিয়েছেন ওমানে।

সেখানে উপস্থিত সাংবাদিকদের পাপন বলেন, ‘একটা জিনিস বলে দিচ্ছি, যতো ওপেনারই খেলুক না কেন তামিমের চেয়ে ভালো ওপেনার কেউ নেই। দেখেন কে কী মনে করলো, আমার জানার দরকার নেই। আমি আমার বুদ্ধি বিবেচনায় তামিম সেরা ওপেনার। এই ব্যাপারে কোন সন্দেহ নেই।’

এসময় নতুন এক তথ্য দেন পাপন। শুধু তামিম নয়, আরও একজন খেলোয়াড় অভিমান করে বিশ্বকাপ না খেলার কথা ভাবছিলেন বলে জানিয়েছেন পাপন। তবে সেই খেলোয়াড়ের নাম জানাননি পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘একটা জিনিস আপনাদের বলতে পারি, তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। এমনকি আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এরকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু খেলছে। আমার কথা হচ্ছে এগুলা মনের মধ্যে রাখার তো কিছু নাই। খেললে খেলবে, না খেললে নাই। সোজা বলে দেবে।’

পাপন বলেন, ‘অভিমান করে বলে দেবে আমি খেলবো না, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কার সঙ্গে অভিমান? দেশের সঙ্গে? এদেশেই তো থাকতেছে সে। এই ধরনের আবেগের কোনো জায়গা নেই। আমার কথা হচ্ছে কেউ খেলতে চাইলে খেলবে না চাইলে খেলবে না।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর