chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্যক্তিগত কষ্টের জায়গা থেকে প্রতিবাদ করেছি

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চবি শিক্ষকের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে কয়েকটি সাম্প্রদায়িক ঘটনায় চোখে কাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) এক শিক্ষক।

মুহূর্তের মধ্যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান। প্ল্যাকার্ডে লেখা ছিল দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

এ বিষয়ে জানতে চাইলে ডা. মো. আতিকুর রহমান চট্টলার খবরকে বলেন, গত কয়েকদিনে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, উপাসনালয় ও জানমালের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ব্যক্তিগত কষ্টের জায়গা থেকে আমি প্রতিবাদ করেছি।

রংপুরে অসহায় ও দ্ররিদ্র মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় মৌলবাদী, প্রতিক্রিয়াশীল শক্তি যারাই জড়িত থাকুক তাদের শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশ কোনো এক বিশেষ গোষ্ঠীর নয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে সরকার দ্রুত সময়ের মধ্যে প্রদক্ষেপ নিবে এমনটাই প্রত্যাশা করছি।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর