chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সরকারের ব্যর্থতায় সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা : ফখরুল

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। তারা যদি কঠোর হতো তাহলে এত সহিংসতা হতো না।

রবিবার (১৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করায় কুমিল্লার সহিংসতা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এর পেছনে সরকারের ইন্ধন রয়েছে।
সরকার সঠিক পদক্ষেপ নিলে প্রাণহানি হতো না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, কুমিল্লার ঘটনা দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যকে ম্লান করেছে। সরকার সঠিক পদক্ষেপ নিলে কুমিল্লা ও চৌমুহনীতে প্রাণহানি ও সহিংসতা হতো না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকারের মদদেই নানুয়ারদীঘির ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কুমিল্লার নানুয়ারদীঘিতে গুজব তৈরি ও মন্দিরে হামলায় সরকারের মদদ রয়েছে। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকার পরিকল্পিতভাবে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর