chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতগাউছিয়া দরবারের গউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছ

নিজস্ব প্রতিবেদক : পটিয়া ইদগাঁও সাতগাউছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহসূফী মাওলানা শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী (ম.জি.আ) বলেছেন, বর্তমান সময়ে মানুষ আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্য করছে না। যার কারণে ইসলামের উপর বার বার আঘাত আসছে।

‘কোরআন অবমাননা যারা করেছে আল্লাহ নিজেই তাদের বিচার করবে। আল্লাহর নৈকট্য পেতে রাসূলের আদর্শ মেনে চলতে হবে। তার পাশাপাশি আউলিয়া কেরাম, পীর মাশায়েকদের নির্দেশিত পথ অনুসরণ করতে হবে। তবেই মানব জাতির মধ্যে শান্তি ফিরে আসবে। ইসলামের ইমান আকিদ্বা মজবুত হবে।’

শনিবার (১৬ অক্টোবর) আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় জশনে জুলুছ শেষে পটিয়া উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত ঈদে- মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান মেহমানের বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে আশেকানে গাউসুল আজমের এক বিশাল জশনে জুলুছের র‌্যালি পটিয়া বাইপাসের গিরি চৌধুরী বাজার থেকে পটিয়া পৌর এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে মাহফিলের সভাপতিত্ব করেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী।

মাহফিলের বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

আখেরী মোনাজাত পরিচালনা করেন সাতগাউছিয়া দরবারের সাজ্জাদানশীন শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা অধ্যক্ষ আলাউদ্দীন জিহাদী, হাফেজ আহমেদ আল কাদেরী, আ.লীগ নেতা আবদুল খালেক চেয়ারম্যান, সূফী ফজল আহমেদ, আঞ্জুমানে আশেকানে সুলতানপুরী দক্ষিণ জেলার সভাপতি নুরুল ইসলাম নুরু, আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, মাওলানা মোহাম্মদ ফারুক আল কাদেরী, সূফী গবেষনা পরিষদের মোহাম্মদ ইয়াছিন, আমান উল্লাহ আমেরী, নাজিম উদ্দীন, কামাল উদ্দীন, কানুন উদ্দীন, বদিউল আলম প্রমুখ।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর