chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

থানচিতে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে নিহত ১, আহত ১৮

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের থানচিতে সড়ক দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। আজ বৃহস্পতিবার বিকেলে ডিম পাহাড়ের ২৮ ‌কি‌লোমিটার‌ এলাকায় পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম আবুল কালাম (২৭)। আহতরা হ‌লেন- এরশাদ মিয়া (২৩), শহীদুল্লাহ (২৪), শাহাদাত (২৫), আয়াত উল্লাহ (১৭), আবদুল্লাহ (২০), আ‌রিফ (২০), আ‌শিক উল্লাহ (১৭) ও তানজীম (২৫)। তা‌দের সবার বাড়ি কক্সবাজারের রামুতে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

থান‌চি থানার উপ প‌রিদর্শক (এসআই) মো. আমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদারীপুর থেকে এক‌টি পিকআপ কক্সবাজারের রামুতে যায়। সেখান থেকে পিকআপ‌টি ২০ পর্যটক নি‌য়ে আলীকদম হ‌য়ে থান‌চির উদ্দেশে রওনা হয়।

এসময় থান‌চির কাছাকাছি ডিম পাহাড় এলাকার কাছে ২৮ ‌কি‌লো‌তে পৌঁছা‌লে পিকআপ‌টি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ২০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়।

পরে দুর্ঘটনায় আহতসহ ২০ পর্যটক‌কে উদ্ধার ক‌রে আলীকদম নেয়া হয়। সেখান থেকে তা‌দের সবাইকে চট্টগ্রাম পা‌ঠানো হয়। চট্টগ্রাম নেয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর