chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রতিবন্ধী শিশুদের সহায়তায় মেয়রের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের মানসিক বিকাশে প্রশিক্ষণের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার ডিডিআরসির নেতৃবৃন্দ চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন।

ডিডিআরসি নেতারা মেয়রকে জানান, নগরের চসিক জেনারেল হাসপাতাল (মেমন-২), ১৪ নম্বর লালখান বাজার ও ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের তিনটি কক্ষে প্রতিবন্ধী শিশু ও যুবাদের ফিজিওথেরাপী সেবা প্রদানের পাশাপাশি প্রতিবন্ধী শিশু যুবাদের গিভার, সহায়তাকারীদের প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন প্রদান করে আসছে।

কোভিডের কারণে বাস্তবায়নে দাতা সংস্থার কার্যক্রম বন্ধ ও বাজেট বরাদ্দ কমে গেছে। নেতাদের বক্তব্য শুনে চসিক মেয়র আর্থিক সহায়তার কথা জানান।

এসময় প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ডিডিআরসি নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ উপস্থিত ছিলেন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর