chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আক্রান্ত অগ্রণী ব্যাংক কর্মকর্তা বন্ধ কার্যক্রম

এবার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা। যার কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন এই ব্যাংকের প্রিন্সিপাল শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, আমাদের একজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রিন্সিপাল শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রিন্সিপাল শাখার বৈদেশিক বাণিজ্য লেনদেন পাশের আমিন কোর্ট শাখা থেকে সম্পন্ন করা হবে।

শামস-উল ইসলাম আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া কর্মকর্তা বৈদেশিক বাণিজ্য লেনদেনে কাজ করতেন। করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানালে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ব্যাংকে উপস্থিত আরও ৬২ জন কর্মকর্তাকেও হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর