chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ সাকিবকে নিয়েই ব্যাঙ্গালোরের মুখোমুখি কলকাতা

ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের সতীর্থরা দল বেধে অনুশীলন করছেন আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরাতে থাকলেও দেশটির আরেক শহরে অবস্থান সাকিব আল হাসানের। শারজাহর কলকাতা নাইট রাইডার্স শিবিরে অবস্থান টাইগার অলরাউন্ডারের।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের আগে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জাতীয় দলের বাকিরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। সাকিব লড়ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। তাকে নিয়েই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স।

শারজাহ ক্রিকেট স্টেডিয়াম মাঠে এলিমিনিটরের ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি।

এ ম্যাচে মাঠে নামার আগে সাকিব বলেছেন, ‘আমরা টুর্নামেন্টের এমন জায়গায় এসে পৌঁছেছি যে এখন প্রতিটি ম্যাচই নকআউট। যেখানে হারলেই বিদায় নিশ্চিত। আজও তেমনই একটি দিন। চ্যালেঞ্জ জিততে আমরা প্রস্তুত। উইকেট দেখে মনে হয়েছে কিছুটা স্লো। এখানকার অন্য দুই ভেন্যুর থেকে বেশ আলাদা। নিশ্চিতভাবেই বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে।’

বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে খেলা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিব খেললেও খেলতে পারছেন না আন্দ্রে রাসেল।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর