chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে এলো ফাইজারের টিকা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে প্রথমবারের মতো ১৬ হাজার ৩৮০ ডোজ ফাইজারের টিকা এসে পৌঁছেছে। সোমবার (১১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা আসে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, টিকার চাহিদার কথা বিবেচনা করে ফাইজারের টিকাগুলো আনা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতালে আগামী ১৬ অক্টোবর থেকে এই টিকার প্রয়োগ শুরু করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য সাধারণ টিকার চেয়ে ফাইজারের টিকাগুলো আলাদা। এই টিকা সংরক্ষণের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ প্রয়োজন। দুটি আলাদা কক্ষে এয়ার কন্ডিশনার স্থাপন করে সব প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। অন্যসব টিকার মতো সাধারণ টিকা গ্রহীতারা এই ভ্যাকসিন নিতে পারবেন। নির্ধারিত তারিখে এসএমএসের মাধ্যমে টিকা দেয়া হবে। তবে এই টিকা ৩০ দিনের মধ্যে প্রয়োগ করার নির্দেশনা রয়েছে।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর