chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৯ অক্টোবর খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর থেকে খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রোববার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান চট্টলার খবরকে এর সত্যতা নিশ্চত করেন।

তিনি বলেন, ১৯ অক্টোবর থেকে সশরীরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১৬ অক্টোবর থেকে শাটল ট্রেন চলাচল করবে। এক ডোজ টিকা্ নেওয়া শিক্ষার্থীরা ১৮ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্লাস বন্ধ থাকবে।আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আগে আরও কিছু টিকা পাব।

উল্লেখ্য, করোনা মহামারীতে রুপ নেওয়া্য় দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় গতবছরের মার্চে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষা কার্যত্রম। দীর্ঘ ছুটির পর বেশ কিছু বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে সশীরের ক্লাস ও শাটল ট্রেন খুলে দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর