chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

ডেস্ক নিউজ: ট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যরাতে হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৬।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তি ছিল মিয়ানমারের মনইয়া অঞ্চল।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের উৎপত্তি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে মনইয়া প্রদেশ থেকে চট্টগ্রামের দুরত্ব ২২৯ কিলোমিটার।

উৎপত্তিস্থল মিয়ানমারের এজন্য চট্টগ্রাম ও কক্সবাজারে এ কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রামের কোথাও কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস।

এই বিভাগের আরও খবর