chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বকাপে টিকিট কিনবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক: কয়েক দফা পিছিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। গ্যালারিতে ফিরছে দর্শক। টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে কেনা যাবে টিকিট। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দলের মোট ৪৫টি ম্যাচের জন্যই টিকিট ছাড়া হয়েছে।

৩২ দিনের এই বৈশ্বিক টুর্নামেন্টে মোট অনুষ্ঠিত হবে ৪৫টি ম্যাচ। ১৭ অক্টেবর প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুবাইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। এদিকে, রোববার (৩ অক্টোবর) থেকে প্রতিটি ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে আইসিসি।

এবারের বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের মাঠগুলোতে মোট দর্শকাসনের ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার আইসিসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ক্রিকেটপ্রেমীদের ওমান এবং আরব আমিরাতে গিয়ে বিশ্বকাপের খেলা দেখার জন্য।

আগামী ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে পর্দা উঠবে জমজমাট এই আসরের। যেখানে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে স্কটল্যান্ড-বাংলাদেশ। এই পর্বে খেলে দুটি গ্রুপ থেকে চার দল টুর্নামেন্টের মূল পর্বে সুযোগ পাবে। মূল পর্বের খেলা শুরু হবে ২৩ অক্টোবর।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর