chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৭ অক্টোবর পর্যন্ত রিমান্ডে শাহরুখ পুত্র

ডেস্ক নিউজ: প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর থেকেই তার জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান। কিন্তু মেলেনি জামিন।

সোমবার (৪ অক্টোবর) ভারতের মুম্বাইয়ের আদালত জানিয়ে দিলেন, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবির হেফাজতে থাকতে হবে। খবর আনন্দবাজারের।

শাহরুখ পুত্রের জামিনের আবেদন জানিয়েছিলেন তার আইনজীবী সতীশ মানশিন্ডে। দীর্ঘ শুনানির পর আইনজীবীর আর্জি খারিজ করে আদালত। এই বিষয়ে আদালত জানিয়ে দেয়, যে নিষিদ্ধ মাদক এনসিবি পেয়েছে সেই সম্পর্কে অভিজুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে। তাই এই মুহূর্তে তাদের এনসিবি হেফাজতে রাখা প্রয়োজন।

শনিবার সেই বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা। সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তার ঘনিষ্ঠ বন্ধু-সহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। আরিয়ান ও তার বন্ধুরা ছাড়া বাকিরা হলেন নুপুর সাতিজা, ইস্মিথ চন্দা, মহাক জাসওয়াল, গোমিত চোপড়া ও ভিক্রন্ত ছোক্কার।

এরপর রবিবার টানা জেরার পর গ্রেফতার করা হয় শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান এবং তার দুই বন্ধুকে। আরিয়ানের কাছেও মিলেছে নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা। আরিয়ানের কাছে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের মধ্যে রয়েছে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ৫ গ্রাম মেফেড্রোন ও ২২টি এমডিএমএ (একস্ট্যাসি) পিলস।

এরপর ১ দিনের হেফাজত দেওয়া হয় আরিয়ান খান ও তার বন্ধুদের। সোমবার জিজ্ঞেসাবাদের জন্য আদালতের কাছে এনসিবি ১৩ অক্টোবর পর্যন্ত আরিয়ান ও তার বন্ধুদের হেফাজত চায়। আদালত ১৩ অক্টোবরের বদলে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজত মঞ্জুর করে।

এই বিভাগের আরও খবর