chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাপ্তাই ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শন করলেন চা বোর্ডের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শন করেছেন।

রোববার (৩ অক্টোবর) তিনি বাগানে বিটি-২ জাতের চারা রোপণ এবং আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে বাগানের চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

এ ছাড়া চা বোর্ডের চেয়ারম্যান ওয়াগ্গাছড়া চা বাগানের কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমিন, উপ-পরিচালক (পরিকল্পনা) মুনির আহমদ, ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী, পরিচালক খোরশেদুল আলম কাদেরী, পরিচালক ফয়সাল আমীন কাদেরী, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং বাগানের শ্রমিক ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর