chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আদালতে জেএমবির বোমা হামলা মামলায় রায়ের অপেক্ষা, আসামীরা আদালতে

নিজস্ব প্রতিবেদক : ১৬ বছর আগে চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ চেক পোস্টে আত্মঘাতী বোমা হামলা মামলার ঘটনার রায় ঘোষণা করা হবে আজ। এই উপলক্ষে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রবিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ বলেন, মামলার দুই আসামির মধ্যে এক আসামি কারাগারে আটক রয়েছেন। আরেক আসামিকে রবিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল আদালতে নিয়ে আসা হয়েছে।
আদালতে হাজির হওয়া এই আসামি জাবেদ ইকবাল। এছাড়া মামলায় অভিযুক্ত আরও এক আসামি বোমা মিজান পলাতক রয়েছে।
জানা গেছে, আজ (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এই রায় ঘোষণা করবেন।
তিনি বলেন, এই রায়ের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাব বলে আশা করি। সাক্ষ্যপ্রমাণ এবং আলামত জব্দের মধ্য দিয়ে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে। তাই এই মামলায় আসামির সর্বোচ্চ সাজা আশা করছি।

২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেক পোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর