chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিজ্ঞাপন প্রচার করে এমন বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ

ডেস্ক নিউজ: দেশে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে, এমন বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। বিদেশি চ্যানেলগুলোর ক্লিনফিড বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার থেকে বিজ্ঞাপনযুক্ত চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রাখার কার্যক্রম শুরু করা হয়েছে।

কেবল অপারেটররা জানান, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে, এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়। এ কারণে তারা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।

জরুরি বিজ্ঞপ্তিতে অপারেটররা জানিয়েছেন, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের ওই নির্দেশনা মোতাবেক কেবল অপারেটররা বিজ্ঞাপন থাকা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য তারা দুঃখিত।

এ তথ্য নিশ্চিত করেছেন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ।

তিনি জানান, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে, এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো যাব না। তাই আমরা দেখানো বন্ধ রেখেছি। সরকার নতুন কোনো নির্দেশনা দিলে বা পদক্ষেপ নিলে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর