chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রাইভেট কারে ৮ কর্মী বহন করায় ২০ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে খুলশী থানাধীন ওমর গণি এম.ই.এস কলেজের সামনে শপিংব্যাগ সুপারশপের একটি প্রাইভেট কারে ৮ জন মহিলা কর্মী বহন করছিল। গাদাগাদি করে সামাজিক দূরত্ব বজায় না রেখে তারা বাসায় যাচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের  উপস্থিতিতে সেনাবাহিনী ও সিএমপি পুলিশের যৌথ টহল দল শপিংব্যাগ সুপার শপের গাড়িতে করে সামাজিক দূরত্ব বজায় না রেখে প্রাইভেট কারের মাধ্যমে অতিরিক্ত কর্মী বহনের বিষয়টি ধরা পড়ে। গাড়িটিতে থাকা  শপিং ব্যাগ সুপার শপের সাতজন মহিলা-কর্মী, ড্রাইভার এবং পরবর্তীতে ঘটনাস্থলে শপিংব্যাগ সুপারশপের ডাইরেক্টর জনাব স্বপন পুরো ঘটনায় তাদের কর্তৃপক্ষের দোষ স্বীকার করেন।

সামাজিক দূরত্ব বজায় না রেখে বিপদজনক ভাবে গাড়িতে গাদাগাদি করে কর্মী বহন করা একটি অবহেলাজনিত কর্মকাণ্ড যার মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ঘটার আশংকা রয়েছে। এ অপরাধের দায়ে দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় শপিং ব্যাগ সুপার শপের ডিরেক্টর জনাব স্বপনকে ২০,০০০/- (বিশ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

এছাড়া জিইসি মোড়ে সামাজিক দূরত্ব বজায় না রেখে দোকানের মধ্যে ক্রেতাদের সমাগম ঘটিয়ে পণ্য বিক্রির দায়ে কামাল স্টোরের মালিককে ১০০০০/- (দশ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর