chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শীঘ্রই উধাও হবে করোনা!

করোনা ভাইরাস (কোভিড-১৯) পৃথিবী থেকে শীঘ্রই উধাও হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন নোবেলজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিট।

সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বায়োফিজিসিস্ট বলেছেন, খুব শিগগির করোনা ভাইরাস উধাও হবে বিশ্ব থেকে। এর জন্য এখন আতঙ্কটা দূর করা প্রথম প্রয়োজন। তাহলেই আমরা ঠিক হয়ে যাব।

লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিশ্বজুড়ে আক্রান্তের যে সংখ্যা দেওয়া হচ্ছে, তা এখনও ঠিক বলা যায় না। তবে পরিসংখ্যান দেখে বোঝা যায়, করোনা ভাইরাসের প্রকোপ কমছে দিন দিন।

লেভিট এও দাবি করেন, মানুষকে ঘরবন্দি করে রেখে কিংবা ভ্যাকসিনের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করার কাজটা বেশি কঠিন। যদিও মৃত্যুর সংখ্যা বাড়ছে, কিন্তু পরিসংখ্যানের দিকে তাকালে, দেখা যাচ্ছে ধীরে ধীরে তা কমছে। তবে বেশি আতঙ্কিত হয়ে পড়লে ফল খারাপই হবে।

২০১৩ সালে রসায়নে নোবেলে ভূষিত হয়েছিলেন জীবপদার্থবিজ্ঞানী মাইকেল লেভিট। তিনি অনেক আগেই চীনে এক মহামারি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেসময় এও বলেছিলেন, ওই মহামারির প্রকোপ হতে পারে ভয়াবহ।

তিন মাসের বেশি সময় ধরে বিপর্যয় চালাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ওয়ার্ল্ডোমিটার বলছে, এরইমধ্যে বিশ্বজুড়ে ৭৫ হাজার ৯৫৯ জন মানুষের মৃত্যু হয়েছে ভাইরাসটির সংক্রমণে। একইসঙ্গে মোট আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ জন। যদিও এরমধ্যে দুই লাখ ৯৩ হাজার ৬১১ জন সুস্থ হয়েছেন।

এই বিভাগের আরও খবর