chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দখলমুক্ত হলো বন্দরের ৪ একর জমি

নগরীর বড়পোল চৌরাস্তা মোড় এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৪ একর জায়গা দখলমুক্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ অভিযান। এ সময় প্রায় দেড়শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এস্টেট বিভাগের অ্যাসিসটেন্ট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন, নিরাপত্তা বিভাগের ইন্সপেক্টর  শহীদুল ইসলাম, বন্দর থানার এসআই তাজুল ইসলামসহ বন্দরের প্রকৌশল, বিদ্যুৎ ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা ও আনসার সদস্যরা অংশ নেন।

বন্দরের উচ্ছেদ অভিযান।

গৌতম বাড়ৈ বলেন, উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া। বন্দরের কার্যক্রম স্বাভাবিক, নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে। উচ্ছেদ করা জায়গা নজরদারির আওতায় রাখা হবে।

২০১৯ সালে বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন অভিযানে ৪৫  লাখ  টাকা জরিমানা, ৭০ লাখ টাকা বকেয়া পাওনা আদায় করা হয়েছে। এ ছাড়া ৩৩০ জনকে অর্থদণ্ড এবং ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।গত ৬ মাসে পতেঙ্গা সহ বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযানে ৩৫ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে,  যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর