chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পিএসজি বনাম ম্যান সিটি- বিশ্বের সবচেয়ে দামি ম্যাচ আজ

খেলা ডেস্ক: লিওনেল মেসি, নেইমার ও এমবাপেকে নিয়ে ভয়ংকর এক আক্রমণ সাজিয়েছে বিশ্বের অন্যতম দামি ক্লাব পিএসজি। আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে দলটি। তাদের প্রতিপক্ষ আরেক দামি ক্লাব ম্যানচেস্টার সিটি।

তবে, ম্যাচটি মাঠে গড়ানোর আগেই দারুণ এক খেতাব জয় করে নিয়েছে। বিশ্বের সবচেয়ে দামি ম্যাচ হতে যাচ্ছে পিএসজি বনাম ম্যানচেস্টার সিটির মধ্যে।

দুই দলের মধ্যেই রয়েছে বিশ্বের সেরা সেরা কয়েকজন তারকা ফুটবলার। যাদের যে কোনো একজনের উপস্থিতিতেও ভক্ত-সমর্থকদের সব আলো কেড়ে নিতে পারে। কারণ, দু’দলেই রয়েছে ট্রান্সফারে রেকর্ড সৃষ্টি করা ফুটবলার।

ট্রান্সফার মার্কেট ডাটা তথ্য জানিয়েছে, পিএসজি স্কোয়াডের মূল্যই হচ্ছে ১ বিলিয়ন ইউরো (প্রায় ১০ হাজার কোটি টাকা) আর ম্যান সিটি স্কোয়াডের মূল্য হচ্ছে ৯৯৭.২৫ মিলিয়ন ইউরো তথা (৯হাজার ৯৭৭ কোটি টাকা)। দুই দলের একসঙ্গে মূল্য দাঁড়াচ্ছে ২ বিলিয়ন ইউরো তথা প্রায় ২০ হাজার কোটি টাকা।

২০ হাজার কোটি টাকার ম্যাচটিই এখনও পর্যন্ত হয়ে থাকছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ম্যাচ হিসেবে। যদিও বিশ্বের সবচেয়ে দুটি দামি দল হলেও তাদের কেউই এখনও পর্যন্ত কোনো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিততে পারেনি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর