chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যেসব হ্যান্ডসেটে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

চট্টলা ডেস্ক: চলতি বছরের নভেম্বর থেকে কিছু কিছু হ্যান্ডসেটে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপের সেবা। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে হ্যান্ডসেট মডেলগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের মোবাইল ফোনগুলোর ক্ষেত্রে ভার্সন ৪.০.৩ বা তার নিচের মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। একইসঙ্গে, আইফোনের ক্ষেত্রে আইওএস ৯ বা তার চেয়ে পুরাতন মডেলগুলোতেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপ প্রকাশিত তালিকায় রয়েছে: স্যামসাং (গ্যালাক্সি ট্রেন্ড লাইট, গ্যালাক্সি ট্রেন্ড টু, গ্যালাক্সি এস টু, গ্যালাক্সি এস থ্রি মিনি, গ্যালাক্সি এক্স কভার টু, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এস টু), এলজি (লুসিড টু, অপটিমাস এফ ৭, অপটিমাস এফ ৫, অপটিমাস এল থ্রি ডুয়াল) জেডটিই, হুয়াওয়ে, সনি, অ্যালকাটেল। এর বাইরেও রয়েছে আইফোন এসই, আইফোন সিক্স এস।

জেএই্চ/চখ

এই বিভাগের আরও খবর