chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে ‘বঙ্গবন্ধু ও নজরুল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নজরুল গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘বঙ্গবন্ধু ও নজরুল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় চবি’র সিনেট কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মহীবুল আজিজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি মূল প্রবন্ধের ওপর পর্যালোচনামূলক বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

স্বাগত বক্তব্য দেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আনোয়ার সাঈদ। সেমিনারে আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার, ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুন বলেন, বঙ্গবন্ধু ও নজরুলকে একইসঙ্গে প্রাসঙ্গিক করে গবেষণা করতে যে পদ্ধতিগত সমস্যা আছে তা নূরুল হুদা অতিক্রম করতে পেরেছেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর