chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. শহীদুল ইসলাম (২৮)। তিনি জেদ্দা প্রবাসী এবং হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলামের ছেলে।

হাটহাজারী ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদুল ইসলাম কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেন। কয়েকদিন পর তার জেদ্দায় চলে যাওয়ার কথা ছিল।

তিনি বলেন, আজ সকালে হাটহাজারী থেকে মোটরসাইকেল যোগে কুতুবদিয়ার মালেক শাহ’র মাজার জেয়ারতের উদ্দেশ্যে রওনা দেন শহীদুল। কিন্তু বাঁশখালীর চাম্বল বড় মাদ্রাসা এলাকায় পৌঁছলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...