chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’

চট্টলা ডেস্ক: ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে ‘গুলাব’। নামটি পাকিস্তানের দেওয়া। ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতর ধারণা করছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বশেষ উত্তর-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়াবিদরা ধারণা করছেন, ঘূর্ণিঝড় গুলাব উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০-৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর