chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী আইসিইউতে

অবস্থার অবনতি হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে নেয়া হয়েছে। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে আইসিইউতে নেয়।

সরকারের একজন মুখপাত্র জানান, জনসন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে বলেছেন। এর আগে করোনাভাইরাসের উপসর্গ কমার কোনও লক্ষণ না দেখা দিলে রোববার ৫৫-বছর বয়স্ক প্রধানমন্ত্রীকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এখন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

গত ২৬ মার্চ জনসন পজিটিভ শনাক্ত হবার পর থেকে ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে ছিলেন।

রোববার রাতে হাসপাতালে ভর্তির পর থেকে টানা ১৮ ঘণ্টা ধরে বলা হচ্ছিল, প্রধানমন্ত্রীর ভাইরাস নিয়ন্ত্রণে আছে। কিন্তু আইসিইউতে নেয়ার আগে হাসপাতালের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন বার্তা দেয়া হয়।

হাসপাতালের আইসিউতে রোগীর শ্বাসপ্রশ্বাসে সাহায্য করার জন্য ভেন্টিলেটারের ব্যবস্থা রয়েছে। যাদের অবস্থা সাধারণত খুবই খারাপ তাদেরকে আইসিইউতে রাখা হয়। কোভিড-১৯ আক্রান্ত যাদের আইসিইউতে নেয়া হয়েছে তাদের দুই-তৃতীয়াংশকে ২৪ ঘন্টার মধ্যে ভেন্টিলেটারে দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর