chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে চোলাই মদসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : রাউজানে হরিপদ (২৮) নামে এক শারিরীক প্রতিবন্ধী যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় করে আসছে। সহযোগিতা করতেন তার স্ত্রী রত্না। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তারা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে রাউজান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেকের সহযোগিতায় ১২০ লিটার পাহাড়ী ছোলাই মদসহ স্বামী-স্ত্রী দুইজনকে আটক করেছে পুলিশ।

রাউজান থানা সূত্র মতে, রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়ার প্রয়াত সুনিল দাশের ছেলে প্রতিবন্ধী হরিপদ তার নিজ বসতঘরে পাহাড়ী ছোলাই মদ এনে বিক্রি করতেন। মাদক ব্যবসায়ে জড়িত থাকায় গত কয়েকমাস আগেও একবার গ্রেফতার হয়েছিল সে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে ১২০ লিটার মদসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর