chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিনজি অটোরিকশা চুরি: র‌্যাবের জালে ধরা ৬ চোর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই সাতটি সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাকলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার হওয়া সিএনজি অটোরিকশা

গ্রেফতারকৃতরা হলো- মো. আব্দুর রশিদ (৩১), মো. আওলাদ হোসেন (২৫), মো. মোক্তার হোসেন (৩৭), মো. রাসেল (৩৪), মো. নজরুল ইসলাম (৩৫) ও মো. আব্দুল গফুর (৪৮)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল অবছার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার ও চোরাই সিএনজি উদ্ধার হওয়ার তথ্যটি শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সাতটি অটোরিক্সা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে আসছিল।

পরে চুরি করা অটোরিকশায় নকল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বিভিন্ন এলাকায় বিক্রয় করত তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর