chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাউন্সিলরের স্বাক্ষর জাল করে ভুয়া সনদ, গ্রেফতার দোকানি

নিজস্ব প্রতিবেদক: কাউন্সিলরের স্বাক্ষর জাল করে ভুয়া জাতীয় সনদপত্র দেওয়ার অভিযোগে এক কম্পিউটারের দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় জাল সনদের কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, ভুয়া জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১ টার দিকে নগরের জালালাবাদ জেলা পরিষদ আবাসিকের পাশে বখতিয়ার ট্রেডার্স নামক একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার মো. জিয়া উদ্দিন (৩২ ) কুলগাঁও বেপারীপাড়ার মো. আবু তাহেরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান চট্টলার খবরকে বলেন, জিয়া উদ্দিন দীর্ঘদিন ধরে স্থানীয় কাউন্সিলরের স্বাক্ষর জাল করে সনদ দিয়ে আসছিল। গতকাল স্থানীয় কাউন্সিলরের ব্যক্তিগত সচিব তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামতসহ তাকে গ্রেপ্তার করে।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর