chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে যক্ষ্মায় মৃত্যু ৪৮ শতাংশ কমেছে

ডেস্ক নিউজ: ২০০৪ সালে বছরে ৭০ হাজার মানুষ যক্ষ্মায় মারা যেত। তবে বর্তমানে সেটি ৪৮ শতাংশ কমে ২৮ হাজারে নেমে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এখন ৯৫ শতাংশের বেশি রোগী সুস্থ হচ্ছেন।’

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতালে ওয়ান স্টপ সেন্টার ও রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে এখন ৪০০টির বেশি জিন এক্সপার্ট ল্যাব রয়েছে, যেখানে যক্ষ্মা নির্ণয় করা হচ্ছে এবং সঠিক সময়ে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।

সঠিক সময়ে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার অনেক বেড়ে গেছে বলেও জানান জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আরও উন্নতির সুযোগ রয়েছে। আক্রান্তের হার শূন্যে আনতে হবে। আর এ কাজে সহায়তা করবে শ্যামলীর এই হাসপাতালের ওয়ান স্টপ কেন্দ্র ও ল্যাবরেটরি।’

এমআই/চখ