chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইংল্যান্ডের উচিত ছিলো আমাদের পাশে দাঁড়ানো: রমিজ

খেলা ডেস্ক: হঠাৎই যেন সবকিছু ওলটপালট পাকিস্তানের ক্রিকেটে। নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচ শুরুর আগে সফর স্থগিত করেছে নিউজিল্যান্ড। তাদের দেখাদেখি ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে।

পরপর  দুইটি সফর এভাবে মাঠে না গড়ানোয় স্বাভাবিকভাবেই হতাশ পিসিবি। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, ‘গত বছর করোনা পরিস্থিতির মধ্যে আমরা ইংল্যান্ড দলের প্রতি যে সমর্থন দিয়েছিলাম, তা পুরোটাই জলে গেলো।’

‘আমরা এতে বড় শিক্ষা পেলাম। এটা অনেক বেশি হতাশাজনক। এখন ইংল্যান্ডের উচিত ছিলো আমাদের পাশে দাঁড়ানো। এটা দুর্ভাগ্যজনক এবং এর প্রভাবে হয়তো অন্যান্য দল একই কাজ করবে।’

তবে আইসিসিতে প্রতারণার বিরুদ্ধে আওয়াজ তোলার হুমকিও দিয়ে রাখলেন পিসিবির নতুন চেয়ারম্যান। পিসিবির পক্ষ থেকে দেয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমরা প্রাণবন্ত ক্রিকেট জাতি। আমরা টিকে থাকবো এবং বরাবরের মতোই নতুন পথ খুঁজে নেবো।’

‘এটা হয়তো আমাদের পথে ছোট একটা বাধার সৃষ্টি করতে পারে। আমরা প্রতারিত হলাম। আইসিসিতে আওয়াজ তুলবো আমরা। আশা করি এটা স্রেফ একটা বিরতি, আমরা লড়াই করে ঘুরে দাঁড়াবো।’

রমিজ বলেন, ‘আমাদের দেশে ক্রিকেট বন্ধ হয়ে যাবে না। তবে ক্রিকেট সম্প্রদায় যদি এর সব সদস্যের খেয়াল না রেখে, তাহলে এটা থাকার কোনো মানে নেই। নিউজিল্যান্ড, পরে ইংল্যান্ড… আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়াও নতুন করে ভাবার কথা বলেছে। কার কাছে অভিযোগ করবো? আমরা তাদের আপন ভেবেছিলাম। কিন্তু তারা আমাদের আপন করে নেয়নি।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর