chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৩ বিশ্বকাপ জিততে চান অধিনায়ক তামিম

খেলা ডেস্ক: পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে ভারতে। উপমহাদেশের কন্ডিশনে হওয়ায় বাংলাদেশেরও ভালো কিছু করার সুযোগ আছে এ বিশ্বকাপে। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যেতে চান বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

রোববার রাতে সাবেক শ্রীলঙ্কার ক্রিকেটার রাসেল আর্নল্ডের ফেসবুক লাইভ অনুষ্ঠানে এ কথা বলেছেন তামিম। তার মতে, ক্যারিয়ারের এখনও পাঁচ বছর বাকি রয়েছে। এর মধ্যে সিনিয়র ক্রিকেটাররা মিলে জাতীয় দলকে আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন করাই এখন তার মূল চাওয়া।

তামিম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এখনও আমার অনেক অনেক কিছু অর্জনের আছে। এখন আমার বয়স ৩২-৩৩, আরও বছর পাঁচেক বেশ ভালোভাবেই আছে আমার সামনে। ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছি আমি।’

তিনি আরও বলেন, ‘যদি দেখেন, আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহ… আমরা অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি। তবে এখনও আমরা বড় কিছু অর্জন করতে পারিনি আমাদের ক্রিকেটে। ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি।’

তাই আগামী ওয়ানডে বিশ্বকাপে নজর রাখছেন তামিম। তিনি মনে করেন, ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে, ‘২০২৩ বিশ্বকাপকে আমি মনে করি, আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের।’

তামিম বলেন, ‘আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের যে অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, ২০২৩ বিশ্বকাপে আমাদের অবশ্যই সুযোগ আছে।’

টাইগারদের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই… প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে আমরা ভালো করতে চাই বা সেমিফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই- এসব নানা কথা… কিন্তু আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। স্রেফ খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে। এটাই আমার ভাবনায় আছে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর