chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিক উপনির্বাচন: প্রতীক পেলেন কাউন্সিলর প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্বাচনী বিধি অনুযায়ী গণসংযোগের সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে পাঠানো তথ্য বিবরণীতে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়।

তথ্য মতে, এই ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন ২১ প্রার্থী। এর মধ্যে এ. কে. এম সালাউদ্দীন কাউসার (লাবু) হেডফোন প্রতীক, কাজী মোহাম্মদ ইমরান লাটিম প্রতীক, কায়সার আহমেদ প্রদীপ মার্কা, মমতাজ খান পান পাতা প্রতীক, মেহেরুন্নিছা খানম ড্রেসিং টেবিল, মোহাম্মদ আবুল কালাম চৌধুরী সূর্যমুখী ফুল, মোহাম্মদ জাবেদ স্ট্রবেরি প্রতীক, মোহাম্মদ দেলোয়ার হোসেইন রেডিও, মোহাম্মদ নাজিম উদ্দীন কাচি, মোহাম্মদ নুরুল হুদা ঝুড়ি, মোহাম্মদ নোমান চৌধুরী ট্রাক্টর, মোহাম্মদ রুবেল ছিদ্দিকী করাত, মোহাম্মদ সেলিম রহমান ঠেলাগাড়ি, মো. আজিজুর রহমান হেলমেট, মো. আব্দুর রউফ ব্যান্ডমিন্টন র্যা কেট, মোহাম্মদ আলাউদ্দীন টিফিন ক্যারিয়ার, মো. আলী আকবর হোসেন চৌ. কাটা মাছ প্রতীক, মো. নূর মোস্তফা টিনু মিষ্টি কুমড়া, মো. শাহেদুল আজম ক্যাপ, মো. সামসেদ নেওয়াজ ঘুড়ি ও শওকত ওসমান এয়ারকন্ডিশনার প্রতীক বরাদ্দ পেয়েছেন।

চকবাজার ওয়ার্ডে উপনির্বাচনে ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিল। এর মধ্যে যাচাই-বাছাইয়ের সময় এক জন প্রার্থী বাদ পড়েন। গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) আরও ৩ প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এদিকে প্রতীক বরাদ্দের ফলে প্রার্থীরা গণসংযোগ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। তিনি চট্টলার খবরকে বলেন, আজ প্রতীক বরাদ্দ হয়ে গেছে। নির্বাচনী বিধি মেনে প্রার্থীরা গণসংযোগ শুরু করতে পারবেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ এই ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে পদটি শূন্য হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ এবং নারী ১৫ হাজার ৮২৫ জন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর