chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ ৪ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: অপহরণ, ধর্ষণ ও হত্যার হুমকিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগ এনে রাঙামাটিতে ২ সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে এক নারী। বাদী আর্জিয়া আলম (আখি) রাঙামাটি জেলা শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

তার স্বামী শেখ ইমতিয়াজ কামাল দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি। আসামিদের মধ্যে জাহেদা বেগম (৪০) বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও আলমগীর মানিক (৩৮) এশিয়ান টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি। অন্য দুই আসামি মাসুদ পারভেজ নির্জন (২৪) ও শহিদুল ইসলাম হৃদয় (২৫) আলমগীর মানিকের সহযোগী।

এজাহারে বাদী উল্লেখ করেন, ডিজিটাল মাধ্যমে আমি ও আমার স্বামীর আইডিতে ছদ্মবেশ ধারণ করে আপত্তিকর কমেন্ট ও ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করে আসামিরা। পরে আইডি হ্যাক করে আমার ক্ষতির উদ্দেশে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে নেয়। এছাড়া বিভিন্ন ভুয়া ফেসবুক আইডিতে আমার ছবি প্রকাশ করে আমাকে অতিষ্ঠ করে তোলে। এরপরেও আমাকে এবং আমার স্বামীকে মেরে ফেলে লাশ গুম করে ফেলা, আমাকে সন্ত্রাসী দিয়ে অপহরণ করে ধর্ষণের হুমকি দেয় আসামিরা।

বাদী আরও বলেন, সবকিছু উপেক্ষা করে আমি আদালত এবং থানার দারস্ত হয়ে ন্যায়বিচার প্রত্যাশা করছি। এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যেন আমার মতো আর কোনো নিরীহ নারী ও পরিবারকে ভিকটিম হতে না হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক বাদীর অভিযোগের ওপর ভিত্তি করে মামলা রুজু করা হয়েছে। আইসিটি অ্যাক্টের মামলা তাই তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচ/চখ

 

এই বিভাগের আরও খবর