chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি শিক্ষক হুমায়ুন কবিরের পিএইচ.ডি. ডিগ্রি লাভ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবী বিভাগের সহকারী অধ্যাপক মুফতি হুমায়ুন কবির পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ‘ইসলামি শরীয়ার আলোকে আধুনিক লেনদেন’ শিরোনামে তিনি গবেষণা কর্মটি সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয়ের ৫৩৪ তম সিন্ডিকেটে তাঁর এ ডিগ্রি অনুমোদিত হয়। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি ব্যাংকিয়ের উপর এমফিল ডিগ্রি অর্জন করেন।

জানা যায়, কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার মধ্যম পোকখালীর মৌলভী শফিউল ইসলাম ও মর্জিয়া বেগমের দ্বিতীয়পুত্র মুফতি হুমায়ুন কবির। এ পর্যন্ত তাঁর ১৪টি অনুবাদ ও বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া ১৫টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

তিনি ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ২০১৭ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

শিক্ষাজীবনে তিনি একই বিভাগ থেকে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হন।

এনএনআর/এমআই

এই বিভাগের আরও খবর