chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খাদ্য উৎপাদনে বাস্তবমুখী কলাকৌশলে জোর দিলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী খাদ্য উৎপাদনে বাস্তবমুখী কলাকৌশল নির্ধারণের ওপর জোর দিয়েছেন। এ লক্ষে দেশের খাল, বিল, লেক, পুকুরে মাছ চাষে গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ফতেয়াবাদ ঠান্ডাছড়ি রিসোর্ট পরিদর্শন করেন মেয়র। এসময় রির্সোটের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

চসিক মেয়র বলেন, বঙ্গবন্ধু আজীবন ক্ষুধা, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে গেছেন। তাঁর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও মৎস্যবান্ধব নীতি গ্রহণের ফলে দেশে খাদ্য উৎপাদনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই ধারা অব্যাহত রেখে উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, চসিক সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর গাজী শফিউল আজিম, মো. শাহেদ ইকবাল বাবুসহ চসিক কর্মকর্তারা।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর