chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে আরো স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপিত হবে: মেয়র

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বেসরকারি উন্নয়ন সংস্থাকে প্রয়োজন অনুসারে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আরো পাবলিক টয়লেট স্থাপনের আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে টাইগারপাসস্থ কর্পোরেশনের অস্থায়ী অফিসের কনফারেন্স রুমে কর্পোরেশনের সাথে দুঃস্থ স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তাদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ। উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, যুগ্ম পরিচালক একরামুল হক, প্রকল্প পরিচালক আরেফাতুল জান্নাত, চসিকের উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী প্রমুখ।

সভায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা পতেঙ্গা লিংক রোডে স্থাপিত চসিকের টেন্সিং গ্রাউনে (টিজি) মানববর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বর্তমানে যোগাযোগ ব্যবস্থাপনার কারণে অকার্যকর হওয়ার পথে জানালে, মেয়র ওই রোড যেহেতু সিডিএ’র তাই তাদের সাথে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণে ব্যবস্থা নিবেন বলে জানান।

উল্লেখ্য দুঃস্থ স্বাস্থ্যকেন্দ্র ইতোমধ্যে চট্টগ্রাম শহরে ৭টি পাবলিক টয়লেট স্থাপন করেছে। চলতি এই ২০২১ অর্থবছরে কর্পোরেশনের সাথে তারা আরো পাবলিক টয়লেট স্থাপনের এমওইউ স্বাক্ষর করবে। এই প্রতিষ্ঠান ২০০০ সাল থেকে পানি ও পয়ঃনিস্কাশন নিয়ে কাজ করছে।

সভায় মেয়র পতেঙ্গা সৈকত ও আগ্রাবাদ এলাকায় আরো পাবলিক টয়লেট স্থাপন করার প্রস্তাব দেন। প্রয়োজনে পতেঙ্গা সৈকত এলাকায় ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা যায় কিনা তা দুঃস্থ স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তাদের বিবেচনা করতে বলেন। দুঃস্থ স্বাস্থ্যকেন্দ্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের কোভিডের টিকা নিতে ফ্রিতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে বলে মেয়রকে অবহিত করেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর