chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাকা আসছে পাকিস্তান ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। দীর্ঘ ছয় বছরের অপেক্ষা ঘুচিয়ে এবার ঢাকা সফরে আসছে তারা।

আইসিসি’র ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের নভেম্বরেই তারা বাংলাদেশ সফরের কথা রয়েছে। সর্বশেষ ২০১৫ সালে মার্চে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান ক্রিকেট দল। মাঝে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ সফরে আসলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসেনি পাকিস্তান।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠের যুদ্ধ শুরু করবে দু’দল। জানা যায়, আগামী ১৯ নভেম্বর (শুক্রবার) ডে-নাইটের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে।

টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২২ নভেম্বর। টেস্ট সিরিজ মাঠে গড়াবে ২৬ নভেম্বর। দুই ম্যাচের প্রথমটি বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি ঢাকার মিরপুরে শুরু হবে আগামী ৪ ডিসেম্বর।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর