chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেডিকেটেড মশারি, নগদ অর্থ ও অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ করল রেড ক্রিসেন্ট চট্টগ্রাম

চট্টলা ডেস্ক: আজ শুক্রবার রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে মোহরা এটিএস ক্লিনিকে মোহরার নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অসহায় মানুষের মাঝে মেডিকেটেড মশারি, নগদ অর্থ ও অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি ট্রেজারার এম এ ছালাম।

এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ ও মহামারিতে রেড ক্রিসেন্টের মানবিক সেবা অন্যান্য দৃষ্টান্ত হয়ে থাকবে চট্টগ্রামে। করোনা মহামারিতে রেড ক্রিসেন্ট সোসাইটি যে সকল কর্মকান্ড করেছেন তা ইতিহাস হয়ে থাকবে।

যেকোনো দুর্যোগে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অন্যদের কাজ করার আহবান জানান তিনি।

সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বার এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু সহ যুব রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

এসময় বক্তারা স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধ করার আহবান জানান। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে ঘর- বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও বাসা-বাড়ির আশেপাশে কোথাও যেন জমাটবদ্ধ পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে বলেন। কারণ জমাটবদ্ধ পনিতে ডেঙ্গুর জীবানু জন্ম নেয়।

জেএইচ/চখ

 

 

 

এই বিভাগের আরও খবর