chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডাকাতির প্রস্তুতিকালে চান্দগাঁওয়ে  গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: নগরীর চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় মো. সেলিম খান (৩২) ও মো. শাহেদ (২৮) নামে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১ টি ছোরা ও ১টি চাপাতিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামের ব্যাগ উদ্ধার করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আবাসিক বি-ব্লক খেলার মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি স্টীলের চাপাতি, ১টি টিপছোরা ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জেএইচ/চখ

 

এই বিভাগের আরও খবর
Loading...