chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও তিন জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৮

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। যাদের সবাই উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট এক হাজার ২৬২ জন, এর মধ্যে ৭০০ জন নগরীর ও ৫৬২ জন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১০৮ জন, নতুন শনাক্তদের মধ্যে ৬৭ জন নগরীর ও ৪১ জন উপজেলার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে ৭২ হাজার ৯৫৮ জন নগরীর ও ২৭ হাজার ৬০২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর