chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ডেস্ক নিউজ: কক্সবাজারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নামা এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এ ছাড়া সমুদ্রে ভেসে আরও ৩ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত তৌনিক মকবুলের বাড়ি রাজধানীর আদাবর এলাকায়। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা সি সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত জানান, সাগর উত্তাল থাকায় সৈকতে লাল পতাকা দেয়া হয়েছে। তবুও পর্যটকরা নিষেধাজ্ঞা না মেনে সাগরে নামছেন। এতে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে।

তৌনিকের বন্ধু সৈয়দ সাদমান সাকিব জানান, তারা তিন বন্ধু দুপুর ১২টার দিকে সমুদ্রে নামেন। হঠাৎ তৌনিক ও ইয়াছিন নামের আরেক বন্ধু বিচ্ছিন্ন হয়ে যান।

পরে লাইফ গার্ড সদস্যরা তাদের সাগর থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়। চিকিৎসক তৌনিককে মৃত ঘোষণা করেন।

টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর