chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা: চট্টগ্রামের ১৫ জনসহ দেশে ৫২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের ১৫ জনসহ সারাদেশে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে।

যা আগের দিনের তুলনায় কিছুটা কম। আগের দিন মঙ্গলবার সারাদেশে ৫৬ জন এবং সোমবার দেশে ৬৫ জনের মৃত্যু হয়েছিল। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৬ জনে।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯ দশমিক ৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৯১ লাখ ৪৬ হাজার ৩৭১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে মারা যাওয়া ৫২ জনের মধ্যে পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশি। পুরুষ ২০ জন ও ৩২ জন নারী। এর আগের দিনও সারাদেশে ৩৭ জন নারী ও ১৯ জন পুরুষের মৃত্য হয়।

বরাবরের মতোই গত ২৪ ঘন্টায় বিভাগ অনুযায়ী সর্ব্বোচ্চ মৃত্যুর সংখ্যায় এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে নতুন করে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৫ জন মারা গেছেন। রাজশাহীতে ১, খুলনায় ৯, বরিশালে ২, সিলেটে ৩ ও রংপুরে ২ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছে ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন রয়েছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর