chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চান্দিনায় অবৈধ ৩০ দোকান ভেঙে দিল প্রশাসন

চট্টলার খবর ডেস্ক: কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে নির্মানাধীন ৩০টি দোকানঘর ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে উপজেলার তোহা বাজারে এ ঘরগুলো ভাঙা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইলালাম।

সহকারী কমিশনার রাকিবুল ইসলাম জানান, কে বা কারা প্রশাসনের অনুমতি ছাড়াই প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির নির্ধারিত স্থান তোহা বাজারে ইট-সিমেন্ট দিয়ে পাকা দালান বানানো শুরু করে। অভিযোগ পেয়ে ওই অবৈধ ঘরগুলো ভেঙে দেয় স্থানীয় উপজেলা প্রশাসন।

এন-কে

এই বিভাগের আরও খবর