chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ১৯ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক : ভাসানচর থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গাকে সীতাকুণ্ড থেকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের উত্তর সলিমপুরের সাগরপাড় থেকে তাদের আটক করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশের ফাঁড়ির এএসআই মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আটকদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ৪ এবং শিশু রয়েছে সাতজন।তারা কক্সবাজারে টেকনাফে যাওয়ার জন্য ভাসানচর থেকে পালিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

জানা যায়, দালালদের মাধ্যমে ভাসানচর থেকে একটি নৌকা দিয়ে উত্তর সলিমপুর এলাকার সাগরপাড়ে নামেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে নৌকা নিয়ে দালালরা চলে যায়। স্থানীয়রা তাদের দেখে সন্দেহ হলে চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...