chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘বিশ্ব ক্রিকেটের পাওয়ার হাউজ ভারত’

খেলা ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থটিতে জয় পেয়েছে ভারত। এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের পর দলটির অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসার বন্যায় ভাসালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।

স্কাই স্পোর্টসে  ম্যাচ পরবর্তী আলোচনায় সাবেক এই ক্রিকেটার বলেন, ‘সবাই তার (কোহলি) দিকে তাকিয়ে থাকে। দলের সব খেলোয়াড়ের সম্মান পাচ্ছে সে। তারা সবাই কোহলিকে সাপোর্ট দেয় এবং তার জন্যই খেলে।’

‘যেকোনো অধিনায়কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে দল তার জন্য খেলে। আমার মতে, কোহলি যেভাবে নিজেকে পরিচালিত করে, আমাদের সবার উচিত তাকে ধন্যবাদ দেয়া।’

ওয়ার্ন বলেন, ‘কোহলি টেস্ট ক্রিকেটকে ভালোবাসে এবং এটাকে প্রাধান্য হিসেবে দাঁড় করিয়েছে। বিশ্ব ক্রিকেটের একটা পাওয়ার হাউজ ভারত এবং তারা এই গ্রহের সবচেয়ে বড় সুপারস্টারকে পেয়েছে। কোহলি টেস্ট ক্রিকেটকে গুরুত্বপূর্ণ বলে অস্ট্রেলিয়ায় গিয়ে জিতেছে, ইংল্যান্ডে গিয়েও জিতছে।’

ওয়ার্ন যোগ করেন, ‘সে সবার মধ্যে একটা বিশ্বাস এনে দিয়েছে। খেলাধুলায় সাফল্য পেতে বিশ্বাসটা খুব জরুরি। আপনার দল যত ভালোই হোক, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে জিততে পারবেন না।’

‘কোহলি তার দলে সে বিশ্বাসটা এনে দেয়, যা দেখা দারুণ অনুভূতি। টেস্ট ক্রিকেট দীর্ঘজীবী হোক, যখন আমাদের কোহলি আছে। লম্বা সময় ধরে খেলতে থাকো (কোহলি)।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর