chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় টিকাদান কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলার ১১টি ইউনিয়নের অস্থায়ী ক্যাম্পে গণটিকার ২য় ডোজ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। উপজেলা ৭নং সদর ইউনিয়ন পরিষদে দুপুর ২টার দিকে পরিদর্শন কার্যক্রম শুরু করেন সিভিল সার্জন।

এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও পরিষদের সদস্যরা ।

হাসপাতাল সূত্র জানায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে তিনটি বুথে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ৭ আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রথম ডোজ নেওয়া সর্বমোট ৬ হাজার ৬ শ জনকে টিকা প্রধান নিশ্চিত করা হয়েছে।

পরে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন জেলা সিভিল সার্জন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর