chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রংপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

চট্টলার খবর ডেস্ক: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীতে মাছধরার সময় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। আজ সোমবার ভোরের দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চল্লিশসালের চর এলাকার তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আতিয়ার রহমান মনু মিয়া (৩২) ও মোখলেছার রহমান টাংরু মন্ডল (২৮)। আহতরা হলেন আমজাদুল (২৩) ও নাজমুল ইসলাম (২৫)। হতাহতরা পার্শ্ববর্তী গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কালিরচর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষর্শীরা জানান, আজ ভোরের দিকে তিস্তা নদীতে মাছ ধরতে যান মনু মিয়া, টাংরু মণ্ডল, আমজাদুল ও নাজমূল ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মনু ও টাংরু মণ্ডল ঘটনাস্থলেই মারা যান। আহত হন আমজাদুল ও নাজমুল ইসলাম।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গঙ্গচড়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। অন্যরা প্রাণ বাঁচতে দৌড়াদৌড়ি করতে গিয়ে আহত হন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই। পরে সেখানে স্থানীয় বর্তমান ও সাবেক চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘটনাটি বজ্রপাতের কারণে হয়েছে, নিশ্চিত হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন-কে

এই বিভাগের আরও খবর