chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জনগণের পাশে থাকার আহবান বেসরকারি হাসপাতাল গুলোকে নির্দেশ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন বেসরকারি হাসপাতালগুলোকেও করোনা ভাইরাস প্রতিরোধে সু-চিকিৎসা প্রদানের জন্য জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। আজ বিকালে ৪টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয় থেকে অনলাইনে দেয়া বক্তব্য তিনি এ আহ্বান জানান।

এসময় আওয়ামী লীগের পক্ষ থেকে ফেডারেশন অব টিভি প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি), প্রাইভেট রেডিও ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (প্রোব) নেতৃবৃন্দের হাতে করোনা প্রতিরোধ সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস ও সাবান এবং একটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধিকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) হস্তান্তর করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এসময় উপস্থিত ছিলেন।

তথ্যথমন্ত্রী আরো বলেন, ‘বিভিন্ন গণমাধ্যপমের মাধ্যপমে আমরা জানতে পেরেছি, এ দুর্যোগের সময় অনেক রোগীকে সাধারণ চিকিৎসা হতে বঞ্চিত হতে হচ্ছে এটা খু্বই অমানবিক, অসহায়ের মতো এক হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হচ্ছে, এটি কোনোভাবেই কাম্যদ নয়। কারণ, সিজনাল সর্দি-কাশি হলেই তা করোনা নয়, আর করোনা রোগী হলেও মানবিক দৃষ্টিতে তার সাহায্যার্থে আমাদের এগিয়ে আসা উচিত। অনেক ডাক্তার-নার্সই আজ এ পরিস্থিতে করোনা রোগীদের সেবা দিচ্ছেন এবং অনেক করোনা আক্রান্ত রোগীও সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। তাই আমি আশা করবো, যারা প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা করছেন, এ দুর্যোগের সময় তারা যেন জনগণের পাশে দাঁড়ান। জনগণ যাতে বেসরকারি হাসপাতালে সু-চিকিৎসা পায়, সেটি তারা নিশ্চিত করবেন, জনগণ এটিই প্রত্যাশা করে।

যে সব হাসপাতাল হয়রানিমূলক এবং অমানবিক ও দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও সাধারণ রোগে আক্রান্ত রোগী ফেরত দিচ্ছে, সরকার তাদের তালিকাভুক্ত করছে, সময়মতো ব্যূবস্থা নেয়া হবে হুশিয়ারি দেন’, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এই বিভাগের আরও খবর