chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশের সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর সতর্কতা সংকেত : আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে লগুচাপ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লগুচাপের কারণে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপ কেটে যাওয়ার পর বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে।

তিনি আরো জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এমএআর/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর