chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডবলমুরিংয়ে একটি বাড়ি লকডাউন

করোনা রোগীর সংস্পর্শে থাকায় নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকায় একটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

শনিবার (৪ এপ্রিল) সকালে ওই এলাকার চানমিয়ার বিলে তিন তলা ওই ভবনটি লকডাউন করা হয়৷

বদি আলম নামে এই ব্যক্তির পরিবার গতকাল শুক্রবার দামপাড়া এলাকায় শনাক্ত হওয়া করোনা রোগীর নিকট আত্মীয়।

বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সদীপ কুমার।

তিনি বলেন, দামপাড়ায় করোনা রোগীর সন্ধান পাওয়ার পর জানতে পারি বদি আলম নামের তার এক আত্মীয় চানমিয়ার বিলে থাকেন এবং ওই রোগী বদি আলমের পরিবারের সংস্পর্শে এসেছিলেন। এরপর আমরা ও জেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যায় এবং বদি আলমের তিন তলা ভবনটি লকডাউন করি।

তিনি আরও বলেন, লকডাউনকৃত বাড়ির সামনে সাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়। যাতে অন্য কেউ ওই বাড়ির কারো সংস্পর্শে আসতে না পারে।

গতকাল শুক্রবার আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক রোগীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে বলে ঘোষণা দেয় বিআইটিআইডি। এরপর জেলা প্রশাসন ও নগর পুলিশের যৌথ টিম ওই রোগীর দামপাড়ার বাড়ি লকডাউন করে দেন। এছাড়াও আশেপাশের আরও পাঁচটি ভবনও লকডাউন করে দেয়া হয়। জেলা প্রশাসন জানায়, দামপাড়ার ওই করোনা রোগী ওমরাহ থেকে আসা আত্মীয়ের সংস্পর্শে এসেছিলেন।

এই বিভাগের আরও খবর